এবার ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা অন্যপথে, ল্যন্ডার বিক্রমের লোকেশনে পৌঁছে যাচ্ছে NASA-র অরবিটার। ভারতীয় মহাকাশ গবেষক ইসরোর চন্দ্রযান-২-এর ল্যন্ডার বিক্রম গত দশ দিন ধরে পৃথিবীর সঙ্গে সংযোগ হারিয়েছে। তাই এবার NASA দায়িত্ব নিয়েছে যাতে তাঁর সঙ্গে কোনো রকম সংযোগ করা যাই কিনা। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীর এই চন্দ্রয়ান অভিযান এর চন্দ্রযান-২-এর ল্যন্ডার বিক্রমের সঠিক অবস্থান লক্ষ্য করে পৌঁছে যাচ্ছে NASA-র Lunar reconnarissance Orbiter এবং সংক্ষেপে LRO।
আর NASA-র LRO ইতিমধ্যে জানিয়েছেন চন্দ্রযান-২-এর উপস্থিতির কারণে চাঁদের আবহাওয়ার পরির্বত হয়েছে। এছাড়া এবার অজানা চাঁদের দক্ষিণ মেরুতে ল্যন্ডার বিক্রম কী করছে তা জানাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল NASA। আর NASA-র LRO এবার পাঠাবে দক্ষিণ মেরুর ছবি।