ফের সীমান্তে ভারতীয় সেনারা রুখতে পারলো পাক বর্ডার অ্যাকশন টিমের অনুপ্রবেশকে। কাশ্মীর সীমান্তে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভূখন্ডে প্রবেশের
চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক স্তরে বারবার অপদস্ত হয়েও সভাব পাল্টাচ্ছেনা পাকিস্তান।
এমনকি আন্তর্জাতিক মহলে এই সব ব্যাপারে অস্বীকার করলেও তারা যে মিথ্যা কথা বলছে, তার প্রমাণ উঠে এল সাম্প্রতিক একটি অনুপ্রবেশের চেষ্টার ভিডিয়োয়। ভারতীয় সেনারা তা প্রতিহত করতে পেরেছে। আর আজ অর্থাৎ বুধবার সেই ভিডিও টুইটে প্রকাশ করেছে ভারতীয় সেনা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজি পির সেক্টর দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। BAT-এর সন্দেহজনক গতিবিধি সঠিক সময়ে বুঝতে পেরে পালটা প্রত্যাঘাত করেন ভারতীয় জওয়ানরা। আন্ডার ব্যারেল গ্রেডেন লঞ্চারের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়। পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিস গ্রুপের সদস্য সন্ত্রাসবাদীরা এই অনুপ্রবেশের পেছনে ছিল বলে জানা গিয়েছে।