কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই


শুক্রবার,২০/০৯/২০১৯
778

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দারা। বৃহস্পতিবার সিবিআইয়ের গোয়েন্দারা চারটি ভাগে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় হানা দেয়। একটি টিম পার্কস্ট্রিটে পৌঁছায় রাজীবকুমারের খোঁজে। তবে তার খোঁজ না পেয়ে ফের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে সিআরপিসির ১৬০ ধারায় নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ওই নোটিশের মাধ্যমে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সিবিআই চারটি টিম আলাদা আলাদাভাবেই শহরের বিভিন্ন জায়গায় রাজীবকুমারের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাইপাসে রুবী এলাকায় দিভান্ত হোটেলের ভিতরে তল্লাশি শুরু করেছে সিবিআইয়ের প্রতিনিধিরা।
রয়েছেন সিবিআইয়ের চার অফিসার। এছাড়াও আইপিএস মেসে,
আপিএস কোয়ার্টারেও হানা দেয় সিবিআই কর্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট