দেশীয় প্রযুক্তির মিসাইল সফলের আঙ্গিনায়, চিন্তা বাড়ল পাকিস্তানের। ভারত এদিন তাঁর নিজের তৈরি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের যোগ্যতা পরীক্ষা করলো। যা একেবারেই সফলের মুখ দেখিয়েছে। আর এই ক্ষেপণাস্ত্রের যোগ্যতা পরীক্ষা করার জন্য সুখোই সু-৩০ এমকেআই কমব্যাট বিমানের সাহায্য নিয়েছিল ভারত। ভারতের তৈরি নয়া এই মিসাইল ৭০ কিলোমিটার পর্যন্ত যে কোনো অবস্থাতেই নিশানাভেদ করতে সক্ষম। এমনকি রেঞ্জের বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এই দেশীয় মিসাইল।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার বঙ্গোপসাগরের ওডিশা উপকূলে বায়ুসেনার সুখোই বিমান থেকে ভারতীয় মিসাইলটির প্রথম পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। আর এই অত্যধুনিক প্রযুক্তিসম্পন্য দেশিও মিসাইলটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন।