বারাসাত আদালতেও ব্যর্থ, গ্রেফতারি রাজীব কুমারের


বুধবার,১৮/০৯/২০১৯
1377

বারাসাত আদালতেও ব্যর্থ, সিবিআই খোঁজ না পেলে গ্রেফতারি আর্জি জানাতে পারে। এদিন অর্থাৎ মঙ্গলবার আগাম জামিনের আবেদন নিয়ে রাজীব কুমার বারাসত আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তা সফল হল না। এই ব্যাপারে বারাসত জেলা জজ মহম্মদ সাব্বার রশিদি জানিয়ে দিলেন, যেহেতু সারদা মামলার উৎপত্তি দক্ষিণ ২৪ পরগনার জেলায়, তাই আগাম জামিনের আবেদন শোনার এক্তিয়ার আলিপুর আদালতেরই। তাঁর নয়।

এই অবস্থায় সিবিআই জানালো যত দিন না আলিপুর জেলা আদালতে রাজীবের আগাম জামিন মামলার নিষ্পত্তি হচ্ছে, তত দিনে আমরা তাঁকে গ্রেফতার করতে পারি। এর পাশাপাশি, এ দিন বারাসত আদালতে রাজীবের বিরুদ্ধে গ্রেফতার করার আবেদন করেছিল সিবিআই। এমনকি তারও নিষ্পত্তি হয়নি। সূত্রের খবর, এর মাঝে রাজীবের খোঁজ না পেলে, বৃহস্পতিবার আলিপুর জেলা আদালতে রাজীব কুমারকে গ্রেফতার করার আর্জি জানাতে পারে সিবিআই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট