পরিবেশ দূষণের বার্তা নিতে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম ‘ ভবিষ্যৎ’


বুধবার,১৮/০৯/২০১৯
1072

ঝাড়গ্রাম:- অভিনব সব থিমে সাজছে ঝাড়গ্রামের পুজোমণ্ডপ। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসবের এবার ৭০তম বর্ষ। পুজোর বাজেট ১১ লক্ষ টাকা। থিম ‘পরিবেশের ভবিষ্যৎ’। প্লাস্টিক দূষণের ফলে আগামী দিনে পরিবেশের ভবিষ্যৎ কী, তা-ই উঠে আসছে মণ্ডপে। মণ্ডপ তৈরি হচ্ছে একটি গ্লোবের আদলে। গ্লোবে দেখা যাবে পৃথিবী কীভাবে শুকিয়ে যাচ্ছে। এভাবেই আগামী দিনের পরিবেশের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিতে চেয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। মণ্ডপের ভিতরে একটি ১০ ফুট উচ্চতার দুর্গামূর্তি থাকবে।

নানা অপ্রয়োজনীয় জিনিসপত্র (প্লাস্টিক, পাইপ, গাড়ির অব্যবহার্য যন্ত্রপাতি, সাইকেলের চেন, গিয়ার বক্স, সার্কিট বোর্ড) দিয়ে দেবী মূর্তি তৈরি করা হচ্ছে। তবে মূল প্রতিমাটি হবে বাংলার ডাকের সাজের। মণ্ডপের ১০০ মিটারের মধ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ, জল সচেতনতা, প্লাস্টিক বর্জন নিয়ে নানা প্ল্যাকার্ড থাকবে। আলোর মাধ্যমেও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হবে। পুজো কমিটির সম্পাদক অভিরূপ দাস ও চন্দন শতপথী বলেন, প্লাস্টিক ব্যবহার ও নানা ক্ষতিকারক জিনিসপত্র ব্যবহারের ফলে আগামী দিনে পরিবেশ কেমন আকার ধারণ করতে চলেছে, তা-ই তুলে ধরা হচ্ছে এই পুজোয়। মূলত সচেতনতার বার্তা দেওয়া হবে পুজোমণ্ডপ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট