আর কছুই করার নেই রাজীবের মতো নবান্নেরও নোটিস সিবিআই। সারদা তদন্তে গত কয়েকদিন আগেই সিবিআই কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তাঁর নিজের বাড়ী পার্ক স্ট্রিটে এসে নোটিস দিয়ে গিয়েছিল। আর এদিন অর্থাৎ সোমবার মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্রকে তিনটি আলাদা নোটিস পাঠিয়েছে সিবিআই। রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার জন্য। আর জানাগিয়েছে যে এই তিন প্রশাসনিক কর্তা সিবিআইয়ের সঙ্গে ‘সহযোগিতার’ বার্তা দিতে এ দিনই বেলা ২টোর মধ্যে সিআইডি প্রধানের বাড়িতে নোটিস পাঠিয়েছে। এমনকি জানা গিয়েছে যে নবান্নের সর্বোচ্চ মহলও জানিয়ে যে বর্তমান এই অবস্থায় অন্য রকম কিছু করার আর অবকাশ নেই।
আর কছুই করার নেই রাজীবের মতো নবান্নেরও নোটিস সিবিআই
বুধবার,১৮/০৯/২০১৯
660