এই তিনটি বড় ছবি এই সপ্তাহে বক্স অফিসে রিলিজ হবে


বুধবার,১৮/০৯/২০১৯
1068

এই তিনটি বড় ছবি এই সপ্তাহে বক্স অফিসে রিলিজ হবে, সোনম, করণ দেওল সঞ্জয়ের ছবিগুলির সাথে সংঘর্ষে লিপ্ত হবেন। চলতি সপ্তাহে তিনটি বড় ছবি মুক্তি পেতে যাচ্ছে বক্স অফিসে। এই তিনটি ছবির প্রচার অতীতকাল থেকেই চলছে। এবার বলি এই তিনটি ছবি কোনটি। এই তিনটি চলচ্চিত্র হলেন প্রস্থনাম, দ জোয়ার ফ্যাক্টর এবং পাল পাল দিল কে পাস। এই তিনটি ছবি একই দিনে মুক্তি পেতে যাচ্ছে। প্রথম জিনিসটি প্রতি মুহুর্তে হৃদয়ের কাছাকাছি করা। এই ছবিটি থেকে সানি দেওলের ছেলে করণ দেওল বলিউডে লঞ্চ করতে চলেছেন।

ছবিটি নিজেই পরিচালনা করেছেন সানি দেওল। এই ছবিতে করণের সাথে দেখা যাবে সাহার ভাঙ্গাকে। সাহার ভাবা স্টারকিড নন, তবে হ্যাঁ, সানি দেওল তার ছেলের বিপরীতে নায়িকা তৈরি করেছেন এবং তিনি সাহারও লঞ্চ করছেন। ছবিটি থেকে দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম ইন্ডাস্ট্রিতে চালু হচ্ছে। তবে এই ছবিটি পর্দায় চলবে কিনা তা বলা মুশকিল। তবে সানির ছেলে করণও গড় সাড়া পেয়েছেন। এর পরে, দ্বিতীয় চলচ্চিত্রটি দি জোয়া ফ্যাক্টর। সোনম কাপুর তাঁর ছবি দ জোয়া ফ্যাক্টরের প্রচারে ব্যস্ত। এই ছবির প্রচারে ফিরেছেন সোনম। ছবিটির ট্রেলার আগেও এসেছে, যা বেশ পছন্দ হয়েছিল। এখন কোন ছবিটি দর্শকদের আরও ভালোবাসা দেবে, তা দেখার বিষয় হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট