মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক স্বাভাবিক ব্যাপার: বিজয়বর্গীয়


মঙ্গলবার,১৭/০৯/২০১৯
1161

মঙ্গলবার কলকাতায় এলেন কৈলাশ বিজয় বর্গীয়। সঙ্গে মুকুল রায়। শহরে পা দিয়েই বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন এই বিজেপি নেতা। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাত প্রসঙ্গ ওঠে। বিজয়বর্গীয় জানালেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দেখা হওয়াটা স্বাভাবিক এবং হওয়াই প্রয়োজন। সিবিআই তদন্ত করছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন এই ব্যাপারে আলোচনা আমি মানি না। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা মানে সৌজন্য সাক্ষাত।

রাজীব কুমার প্রসঙ্গে বলেন, চিন্তার বিষয় সিবিআই রাজ্য সরকার এবং ডিজি কে চিঠি দিয়েছে। আমার মনে হয় রাজ্য সরকারের সাহায্য করা উচিত। না হলে লোকে মনে করবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাহায্য করছেন। লোকে ভাববে দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত আছে ভাববে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট