এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নাড়াজোল রাজ কলেজ


সোমবার,১৬/০৯/২০১৯
652

পশ্চিম মেদিনীপুর:- এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নাড়াজোল রাজ কলেজ।এবিভিপির অভিযোগ,এদিন কলেজে ডেপুটেশন দিতে গেলে কলেজের গেটের সামনে ঢুকতে বাধা দেয় টিএমসিপি।লাঠিসোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ এবিভিপির উপর।এদিন এবিভিপির তরফে কলেজে ইউনিট খোলার কথা ছিলো বলে খবর।এতেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘটনায় তিনজন এবিভিপির সমর্থক আহত হয়েছে বলে দাবী।অপরদিকে টিএমসিপির পাল্টা অভিযোগ এদিন নাড়াজোলে দিলীপ ঘোষের সভা থাকায় কিছু বহিরাগত কলেজের গেটের সামনে জড়ো হয় জোর করে এবিভিপির বহিরাগতরা কলেজে প্রবেশের চেষ্টা করে এতেই এবিভিপির বহিরাগত দুস্কৃতিরা কলেজে তান্ডব চালায়।টিএমসিপির জেলা নেতৃত্বের দাবী তাদের তিনজন সমর্থক আহত হয়েছে ঘটনায়।ঘটনায় কলেজে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশ।পুলিশের বিরুদ্ধে এবিভিপির উপর লাঠিচার্জের অভিযোগ।এদিনই নাড়াজোলে দিলীপ ঘোষের সভা তার আগে এবিভিপি ও টিএমসিপির সংঘর্ষে উত্তেজনা এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট