আকাশে মেঘ-রোদের লুকোচুরি খেলা।


সোমবার,১৬/০৯/২০১৯
3429

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আকাশে বাতাসে আগমনীর সুর, বাতাসে পুজোর গন্ধ। শরতের কাশের বনে লেগেছে দোলা, জানিয়ে দিচ্ছে মা আসছে। সারাবছরের ক্লান্তিভুলে বাঙালী ভাসবে উৎসবের জোয়ারে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি।

 

আকাশে নীল মেঘের লুকোচুরি খেলা,  সাথে ঢাকের শব্দ উৎসবের মেজাজ চারিদিকে। পুজো একেবারে দোরগোড়ায়। হাতে আর বেশি সময় নেই। ইতিমধ্যে অনেকেই শুর করে দিয়েছে পুজোর শপিং। শুধু তাই নয় নিজের প্রিয়জন ও পরিবারের জন্য উপহার কিনতে ব্যাস্ত সাধারন মানুষ। মন্ডপে মন্ডপে শিল্পীর ব্যস্ততা। মহানগরীর আনাচে কানাচে পুজোর হোর্ডিং-ব্যানার-ফ্লেক্স। কেনাকাটায় মত্ত আমজনতা। সবের মিশেলে পুজো আসছে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট