নিজস্ব প্রতিবেদনঃ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, রবিবার শহর জুড়ে এক অন্য ছবি। বৃষ্টি-নিম্নচাপের ঠেলা সামলে শহরবাসী সপরিবার বাজারমুখী।উত্তর থেকে দক্ষিন সর্বত্র ভিড় ছিল চোখে পড়ার মত। রবিবারের বিকেলে হাতিবাগানে বিধান সরণীর একাংশ কার্যত রুদ্ধ হয়ে যাওয়া যেন সেই কথাই প্রমাণ করল। একই চিত্র ধর্মতলা, নিউ মার্কেট হয়ে গড়িয়াহাটের। সব জায়গাতেই থিকথিকে ভিড়, কেনাকাটার হইচই। রবিবার শহর জুড়ে উৎসবের মেজাজ। এই উৎসবে নিজের প্রিয়জনদের উপহার দিতে কেনাকাটায় ব্যাস্ত শহরবাসী।
জমজমাট পুজোর বাজার
সোমবার,১৬/০৯/২০১৯
828
বাংলা এক্সপ্রেস---