পুলিশ তান্ডবের বিহিত চাইতে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বাম ছাত্র যুব দের একটি প্রতিনিধি দল


সোমবার,১৬/০৯/২০১৯
718

বেকারদের কর্মসংস্থান বন্ধ কলকারখানা খোলা শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য দূর করার সহজ গত শুক্রবার সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বাম ছাত্র যুবরা। কয়েক হাজার আন্দোলনকারী নবান্ন পৌঁছানোর আগেই পুলিশ আটকে দেয় মিছিল। পুলিশি প্রতিরোধের মুখে পড়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ওই এলাকা। বাম ছাত্র যুবদের আটকাতে কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করেছিল পুলিশ। এমনকি লাঠিচার্জও করে পুলিশ। পাল্টা পুলিশের ওপরও আক্রমণ ধেয়ে আসে। পুলিশ ঐদিন আন্দোলনকারীদের ওপর তাণ্ডব চালিয়েছিল বলে অভিযোগ বাম নেতৃত্বে। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। এই ঘটনার বিহিত চাইতে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বাম ছাত্র যুব দের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধিদলে ছিলেন সায়নদীপ মিত্র, মীনাক্ষী মুখার্জি, ময়ূখ বিশ্বাস প্রমুখ। রাজভবন থেকে বেরিয়ে এসে সায়নদীপ মিত্র বলেন, ঐদিন বাম ছাত্রযুবদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ নারকীয় ভাবে অত্যাচার চালিয়েছে। আমরা রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে ওই দিনের ঘটনা সম্পর্কে জানিয়েছি। পুলিশ মিথ্যে মামলা দিয়েছে আন্দোলনকারীদের ওপর। রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে যেটুকু করার করবেন এমনটাই আশ্বাস দিয়েছেন বলে জানান সায়নদীপ মিত্র।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট