পশ্চিম মেদিনীপুর:- চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে বিজেপি আয়োজিত রক্তদান শিবিরে এসে পশ্চিম মেদিনীপুর জেলা কর্মসংস্থান মেলা ২০১৯ কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। “চপ,মুড়ি,বোমা ও চোলাই এই চারটের বাইরে পশ্চিম বঙ্গে কোনও শিল্প নেই,এই চারটি শিল্পই মুখ্যমন্ত্রীর দলে ঢালাও আছে।মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কর্মসংস্থান মেলায় লোক নেই তাই চপ,মুড়ি,বোম ও চোলাই কারবারি দের ধরে মেলায় আনলে কিছুটা লোক বাড়তো।এই চারটে শিল্পের লোকদের ঠিকঠাক বসাতে পারেনি হয়তো তাই মেলায় লোক নেই।” এভাবেই আজ চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে দলের আয়োজিত রক্তদান শিবিরে এসে জেলায় কর্মসংস্থান মেলাকে কটাক্ষ করেন তিনি। “গতকাল বাম যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে ভিড় ছিলোনা,হাইলাইট করার জন্য এতোটা বলপ্রয়োগ করার দরকার ছিলোনা পুলিশের।এসব সিপিএম তৃনমুলের গটআপ গেমও হতে পারে বলে এই বিজেপি নেতার ধারনা।
উল্লেখ্য,শনিবার চন্দ্রকোনার ক্ষীরপাই টাউন হলে ক্ষীরপাই মন্ডল বিজেপির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।দুপুর তিনটে নাগাদ দলীয় রক্তদান শিবিরে উপস্থিত হন সায়ন্তন বসু।
পশ্চিম মেদিনীপুর জেলা কর্মসংস্থান মেলা ২০১৯ কে কটাক্ষ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর
শনিবার,১৪/০৯/২০১৯
999