এবার ভারতীয় সেনাদের যগ্য জবাবে হাতিয়ার ফেলে সাদা পতাকা তুলল পাক সেনা


শনিবার,১৪/০৯/২০১৯
2060

এবার ভারতীয় সেনাদের যগ্য জবাবে হাতিয়ার ফেলে সাদা পতাকা তুলল পাক সেনা, নিয়ে গেল নিহত ২ জওয়ানের দেহ। ভারতীয় সেনা ও পাক সেনাদের মধ্যে কয়েক দিন ধরে চলছিল প্রবল গুলিরলড়াই। আর সেই গুলির লড়াইয়ে জগ্য জবাব দিল ভারতীয় সেনারা। শেষমেশ এই এনকাউন্টারে নিহত হল দুই পাক সেনা নওজওয়ান। আর নিহত ২ জওয়ানের দেহ ফেরাতে পাক সেনারা হাতিয়ার ফেলে সাদা পতাকা দেখালেন।

কিন্তু ভারতীয় সেনারা সৌজন্যবোধের পরিচয়দিয়ে গুলি চালানো বন্ধ করলেন। সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক রেঞ্জার্সরা গুলিচালাতে থাকে। তবে তার পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরা। দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলাকালীন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগররে বাসিন্দা, গোলাম রসুল নামে এক পাক রেঞ্জারের মৃত্যু হয়। তবে এর আগে ৩০ এবং ৩১ জুলাই কেরান সেক্টরের কাছে নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ চলেছিল ভারত-পাক সেনাদের মধ্যে। সেবারেও গোলাগুলিতে নিহত হন ৫ জন পাক জওয়ান এবং জঙ্গি। তবে ভারত সুযোগ দিলেও, সেই দেহ ফিরিয়ে নিতে অস্বীকার করে পাকিস্তান।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট