দীর্ঘ ৫ ঘণ্টা পরও CBI অফিসে গরহাজির রাজীব কুমার, নির্দেশের অপেক্ষায় গোয়েন্দারা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ব্যাপারে এদিন অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্ট তুলে নিয়ে ছিল আইনি রক্ষাকবচ। তাঁর পর বিকেলে রাজীব বাড়িতে হাজিরার নোটিশ দিয়ে আসে CBI। নোটিশ মতো এদিন অর্থাৎ শনিবার সকাল ১০টায় সিবিআই দফতরে হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ৩টে বেজে গেলেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে পৌঁছননি প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার সিবিআই দফতরে থেকে রাজীব কুমারের হাজিরা না দেওয়ার এই বিষয়টি দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে। আর এখন দিল্লির দিকে তাকিয়ে চিটফান্ড তদন্তকারী অফিসাররা। তবে দিল্লি থেকে কলকাতায় সিবিআইয়ের এক যুগ্ম অধিকর্তা সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন।
দীর্ঘ ৫ ঘণ্টা পরও CBI অফিসে গরহাজির রাজীব কুমার, জারি গ্রেফতারি পরোয়ানা
শনিবার,১৪/০৯/২০১৯
852