ফুটবলে এবার ফিফার উদ্দগে চালু হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ


শনিবার,১৪/০৯/২০১৯
889

ফুটবলে এবার ফিফার উদ্দগে চালু হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। যা ভারতে আগামী ২০২০ সালের শেষ দিকে অনুষ্ঠিত হতে চলেছে। এই ফিফা মহিলা বিশ্বকাপে মেয়েদের বয়স থাকবে ১৭ বছরের অনূর্ধ্বে। নির্ধারিত সময় অনুযায়ী বিশ্বকাপ চলবে ২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত। ম্যাচগুলি হবে চার শহরে। তার মধ্যে কলকাতাও রয়েছে। এছাড়া বাকি তিন শহর হল নবি মুম্বই, গোয়া ও অহমদাবাদ। এই মহিলা বিশ্বকাপের আয়োজন যে ভারতেই হবে তা গত মার্চেই ঘোষণা করেছিল ফুটবল বোর্ড।

আর এই প্রথমবার এই দেশে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ। তবে এর আগে ২০১৭ সালে যুব বিশ্বকাপের অনুর্ধ্ব-১৭ আয়োজন হয়েছিল ভারতে। সেই সাথে সাথে আয়োজক দেশ হিসেবে সরাসরি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে ভারতীয় দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট