এবার ফুড সাপ্লাইয়ের পাশাপাশি ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে আসছে Zomato! ই-কর্মাস জায়ান্ট Zomato গত কয়েক দিন ধরে শ্রমিক ছাঁটাই করে চলেছে। আর এই পরিস্থিতির মাঝেই Zomato ভিডিয়ো স্ট্রিমিংয়ের জন্য নয়া প্ল্যাটফর্ম নিয়ে আসছে। যার নাম দেওয়া হয়েছে ‘Zomato Originals- A New Binge Routine’। যাতে থাকছে মোট ১৮টি অরিজিনালস। যা আগামী ১৬ সেপ্টেম্বর ভারতীয় বাজারে এই প্ল্যাটফর্ম প্রর্দশন হতে চলেছে। আর এই ভিডিও অপশন থাকবে পুরনো Zomato অ্যাপেই। আর এই সাইটের ভিডিও গুলি প্রায় খাবারদাবার সংক্রান্ত হতপারে। প্রায় ২০০০-এরও বেশি ভিডিয়ো থাকবে এখানে, যার মধ্যে রেসিপি ভিডিও, স্নিক পিক, আর থাকতে পারে খাবার সংক্রান্ত নানান অনুষ্ঠান। Zomato-এর তরফে এদিন বলা হয়েছে যে, ভিডিও গুলি হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতে তৈরি হবে। যার প্রতিটি অরিজিনালসের ডিউরেশন হবে ৩ থেকে ১৫ মিনিটের কাছাকাছি। তবে প্রতিটি অনুষ্ঠানই ফ্রি-তেই দেখতে পাবে গ্রাহকরা। আর এতে কোনও থাকছে না বিজ্ঞাপন।
ফুড সাপ্লাইয়ের পাশাপাশি ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে আসছে Zomato !
শনিবার,১৪/০৯/২০১৯
394