নাবালকের লালসার শিকার সাত বছরের শিশুকন্যা !


শনিবার,১৪/০৯/২০১৯
1295

অসমে নৃশংসভাবে ধর্ষণ করে খুন এই শিশুকন্যাকে, অভিযুক্ত নাবালক। রাজ্যে যেমন NRC তাঁর পরে অসমে ঘটল এক করুন ঘটনা। এদিন অর্থাৎ শুক্রবার অসমের সোনিতপুরে বছর সাতেকের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করল এক নাবালক। পুলিশ ওই নাবালকে এদিন গ্রেফতার করেছে। তাঁর বয়স ১৪ বছর। পুলিশ জানতে পারে যে বুধবার সন্ধ্যায় মেয়েটির বাড়িতে বড়রা কেউ ছিলেন না। ছোট ছোট ভাই-বোনেরা ছিল। তার সুযোগ নিয়ে মেয়েটকে ডেকে নিয়ে যায় কিশোর ছেলেটি ও তাঁর সঙ্গে থাকা আলফ্রেড সোরেন নামে বছর পঁচিশের আর এক যুবক।

মেয়েটিকে শস্যখেতে নিয়ে যায় তাঁরা। তাঁর পর কিছু সময় পরে মেয়েটির বাড়ির বড়রা বাড়ি ফিরলে মেয়েটিকে নাপয়ে খুঁজতে থাকে বাড়ির লোকজন। তার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে প্রথমিক অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় বছর সাতেকের ওই মেয়েটির দেহ উদ্ধার হয়। ঘাড়ের কাছে ক্ষত রয়েছে। আঘাতের চিহ্ন রয়েছে গোপনাঙ্গেও। যে কারণে পুলিশের ধারণা, ধর্ষণ করে মেয়েটিকে খুন করা হয়েছে। এছাড়া সোনিতপুরের পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণ জানান, এই ঘটনায় মূল অভিযুক্ত ওই কিশোরই কারণ আগেথেকেই তাঁর বিরুদ্ধে বাড়িতে নালিশ করেছিল বাচ্চা মেয়েটি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট