দেশে সামরিক শক্তি আরও বহুগুণ বাড়ানোর লক্ষ্যে বায়ু সেনারা কেন্দ্রের কাছে আরও ৪০ হাজার কোটির আবেদন চাইল। ভারতীয় বায়ু সেনাদের আধুনিকীকরণে পথে প্রধান অন্তরায় আর্থিক দুর্বলতা। আর সেই সমস্যা থেকে মুক্তি পেতে IAF কেন্দ্র সরকারের কাছে বাড়তি অর্থ চেয়েছেন বায়ু সেনা প্রধান। চলতি বছরে কেন্দ্রীয় বাজেটে বায়ু সেনার জন্যে বরাদ্দ ছিল ৩৯,৩০০ কোটি টাকা। তাতে নতুন যন্ত্রপাতি কেনা এবং বরাত দেওয়া আধুনি অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানো যাচ্ছে না। তাই কেন্দ্রের আরও বাড়তি ৪০ হাজার কোটি টাকার আবেদন করল বায়ু সেনারা। আর এমনি তথ্য উঠে এল নাম প্রকাশে অনিচ্ছুক দুই উচ্চ পদস্থ সেনা আধিকারিকের কাছ থেকে।
শক্তি আরও বহুগুণ বাড়ানোর লক্ষ্যে বায়ু সেনারা কেন্দ্রের কাছে আরও ৪০ হাজার কোটির আবেদন
শনিবার,১৪/০৯/২০১৯
371