দেশের ১৫০ শহরে এবার পার্টনার তৈরি ৩ লক্ষ ওলা বাইক


শনিবার,১৪/০৯/২০১৯
654

দেশের ১৫০ শহরে এবার পার্টনার তৈরি ৩ লক্ষ ওলা বাইক। দেশের মধ্যে প্রায় ১৫০টি শহরে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে এই ওলা বাইক পরিষেবা। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সংস্থা ঘোষণা করলেন যে আগামী ১২ মাসে তা বাড়িয়ে তিনগুণ করার কথা। আর জানাগিয়েছে এই ওলা বাইক পরিষেবা গত ২০১৬ সালে ফরিদাবাদ, গুরুগ্রাম ও জয়পুরে চালু হয়েছিল। আর এবার এই পরিষেবা পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন শহরে যেমন হায়দরাবাদ, কলকাতা, চণ্ডীগড়, বিকানের, গয়া,ও মুঘলসরাই শহরে। ওলার প্রধান সেল্স ও মার্কেটিং অফিসার অরুণ শ্রীনিবাস এদিন বললেন আমাদের এই ওলা বাইক যে ভাবে দেশে সাফল্য লাভ করছে, তাতে আমাদের এই সংস্থা আন্তর্জাতিক স্তরেও বাজার দখলের পরিকল্পনা করেছে। তাঁর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং ব্রিটেনের বাজার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট