কলকাতা : দেশে আইনি হস্তক্ষেপের পরিসমাপ্তিতে রাজীব কুমারের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। প্রাক্তন কলকাতা পুলিশ কমিশন রাজীব কুমারের আবেদন এদিন অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়ে আইনি রক্ষা কবচ তুলে নিল। আর তাঁর পরিই এদিন বিকালে সিবিআই রাজীব কুমারের বারিতে গিয়ে নোটিশ দিল।
গ্রেফতারির ব্যপারে হাইকোর্টে রাজীব মেয়াদ বাড়ানোর জন্য তাঁর আবেদন করেছিল। সেই আবেদন এদিন খারিচ করলো হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্র। রায় ঘোষণা করার সময় তিনি জানান, আদালত রক্ষাকবচ দিলে তা সিবিআই তদন্তের ব্যাপারে হস্তক্ষেপ করা হবে। আর হাইকোর্টের এই রায়ের ফলে সারদাকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে সিবিআই-এর আর কোনও বাধা রইল না। আগামিকাল, শনিবার তাঁকে ফের সিবিআই দফতরে তলব করা হয়েছে।