মাওবাদীদের গোপন রাখা ২০ কেজি বিস্ফোরক উদ্ধার হল ছত্তীসগড় থেকে


শুক্রবার,১৩/০৯/২০১৯
729

মাওবাদীদের গোপন রাখা ২০ কেজি বিস্ফোরক উদ্ধার হল ছত্তীসগড় থেকে। ছত্তীসগড় এলাকাতে গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে মাওবাদীদের উপদ্রতা। আর এদি অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীরা অভিজান চালিয়ে উদ্ধার করলেন প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্য। জানা গিয়েছে যে, সুকমার জগরগুন্ডা এলাকায় মাওবাদীদের মাটির নীচে লুকিয়ে রাখা ২০ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আইইডি বিস্ফোরক উদ্ধার করে সিআরপিএফের ১৭৪ ব্যাটেলিয়ন ও ১৫০ ব্যাটেলিয়নরা যৌথ অভিযান চালিয়ে। আর এই লুকিয়ে রাখা বিস্ফোরক দ্রব্য গুলি যে মাওবাদীরাই রেখেছিল তাঁর প্রমান একদম সামনে।

জানা গিয়েছে যে গত জুলাইতেই ছত্তীসগড়ের দান্তেওয়াড়ার বোদলির কাছে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল। তাতে শহিদ হয়েছিলেন সিআরপিএফের এক এক জওয়ান। আর কয়েক মাস আগে এই ছত্তীসগড়ে সিআরপিএফের কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। তাতে শহিদ হয়েছিলেন বেশ কয়েক জন সিআরপিএফ নওজওয়ান। তার পর থেকেই ছত্তীসগড়ে বিস্ফোরকের খোঁজে মাঝেমধ্যে অভিযান চালানো হতো। আর তাঁর জোরে হাতে এল মাওবাদীদের গোপন রাখা ২০ কেজি বিস্ফোরক দব্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট