ফের বিস্ফোরণ কাবুলে, নিহত ৪ কম্যান্ডো


শুক্রবার,১৩/০৯/২০১৯
1030

ফের বিস্ফোরণ কাবুলে, নিহত ৪ কম্যান্ডো। আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ অর্থাৎ বৃহস্পতিবার তালিবান হানায় মৃত্যু হয়েছে আফগান স্পেশ্যাল ফোর্সের ৪ জন কম্যান্ডো। দেশের প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে খবর, তালিবান জঙ্গিরা এদিন চাহর আসয়াব ক্যাম্পের সামনে বিস্ফোরক বোঝাই একটি মিনিবাস ওড়ায়। যার জেরে স্পেশ্যাল ফোর্সের ওই চার নওজওয়ান শহিদ হন। আর আহত হয়েছেন আরও ৩ জন নওজওয়ান। তবে আফগানিস্তানে তালিবান জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। বিগত কয়েকদিনে শুধু মাত্র কাবুলেই বিস্ফোরণ ঘটেছে বহুবার। তাতে বহু মানুষের প্রানহানিও হয়েছিলো। সরকারি সূত্রে খবর পাওয়া গিয়েছে যে এই গাড়িবোমা বিস্ফোরণের মূল কারণ হল তালিবানদের সঙ্গে আমেরিকার গোপন শান্তি বৈঠক চুক্তি ভেস্তে যাওয়া। এমনকী এই গাড়িবোমা বিস্ফোরণের আগে তালিবান জঙ্গিরা ৯/১১তেও কাবুলে মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণ ঘটিয়েছিল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট