ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ সহ পাকিস্তানের কিছু অংশ


শুক্রবার,১৩/০৯/২০১৯
879

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ সহ পাকিস্তানের কিছু অংশ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার কাঁপল আফগানিস্তান। তবে এবার তালিবানি বিস্ফোরণে নয়, কাঁপল ভূমিকম্পের তীব্রতায়। ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এদিন বেলা ২টো ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.২। আর এই মাঝারি তীব্রতার ভূমিকম্পের জোরে হিন্দুকুশ অঞ্চল ছাড়াও সোয়াত, মহমন্দ, চারসাদ্দা, পেশোয়ার, ও বাজুরেও কম্পন অনুভূত হয়। এছারা অল্পপরিমান রেশ গিয়ে পড়ে শাংলা, বুনের, মলকন্দ, স্বাবি, মর্দন ও তৌশেরা অঞ্চলেও। এই ভূমিকম্পের প্রকপে হতাহতের এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।তবে এর আগে গত ফেব্রুয়ারিতেও জোরালো ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানের এই হিন্দুকুশ অঞ্চলে। যার তীব্রতায় কেঁপে ওঠেছিল পাকিস্তান ও উত্তর ভারতের কিছু কিছু অঞ্চল। আর রিখটার যার স্কেলে তীব্রতা ছিল ৬.১।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট