যুবতীর চটুল নাচে বিভূতি জন্মদিবস….., লজ্জায় শ্রীপল্লী


শুক্রবার,১৩/০৯/২০১৯
1297

উত্তর ২৪ পরগণা: অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি-বিজড়িত এলাকায় তার জন্ম দিন উপলক্ষে আয়োজিত মেলার স্মৃতি মঞ্চে যুবতীদের চটুল নাচ। উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমার গোপালনগর থানার শ্রী পল্লীতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি-বিজড়িত বাড়ি। এই বাড়ি থেকেই স্কুলের পড়াশোনা ছেড়েছেন তিনি এবং বহু সাহিত্য রচনা করেছেন। সে কারণে সাহিত্য প্রেমীদের কাছে শ্রীপল্লী এলাকা খুবই তাৎপর্যপূর্ণ।

১২ সেপ্টেম্বর বিভূতিভূষণের জন্মদিন উপলক্ষে প্রতিবছর শ্রীপল্লী এলাকায় ভূষণ সাহিত্য মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি পক্ষ থেকে বিভূতি মেলা আআয়োজন করে থাকে। সেখানে বিভূতিভূষণ নামাঙ্কিত মঞ্চ তৈরি করেন তারা আর সেই মঞ্চে চলে বিভূতি সাহিত্য-আলোচনা বাউল সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে কেন্দ্র করে মাঠে বসে বিভিন্ন দোকান-পাঠ। এই বছর মেলাটি ২৪ বছরে পড়ল। ২৪ বছর পূর্তি মেলার মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় চলল উদ্দাম চটুল নাচ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট