হাইকোর্টের নির্দেশে রক্ষাকবচ উঠে যাওয়ার পর রাজীব কুমারের বাসভবনে পৌঁছল সিবিআই। নেতৃত্বে যতীন ঘোষাল। রাজীব কুমার বাসভবনে নেই বলে খবর। তিনি ছুটিতে রয়েছেন। তাঁকে পাওয়া না গেলে দেওয়ালে নোটিস সেঁটে দিয়ে আসবে সিবিআই। এদিনই সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশে রক্ষাকবচ উঠে যাওয়ার পর রাজীব কুমারের বাসভবনে পৌঁছল সিবিআই
শুক্রবার,১৩/০৯/২০১৯
661