নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার কথা বলেন ।দীর্ঘ দিন ধরে সরকারি কর্মীদের দাবি ছিল পে কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে ।সেই সুপারিশ কার্যকর করার ইংগিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।পে কমিশনের সুপারিশ কার্যকর করতে বাড়তি ১০ হাজার কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান ।আগামী ২৩ শে সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ।আগামী বছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাস থেকে পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে ।
ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই বেতন বৃদ্ধি পাবে ।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাদের মা – মাটি – মানুষের সরকার সরকারি কর্মীদের জন্য সর্বদা প্রস্তুত, তাদের যাতে কোনোরকম সমস্যা না হয় তা তিনি সর্বদা দেখেন ও ভবিষ্যতেও দেখবেন ।তাদের শুধু নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে, বাকি সব কিছু চিন্তা ভাবনা করবে রাজ্য সরকার ।