পাকিস্তান নিরপেক্ষ স্থানে ক্রিকেট খেলতে চায় না শ্রীলঙ্কার বিরুদ্ধে


শুক্রবার,১৩/০৯/২০১৯
1770

পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি জানিয়ে দিয়েছে, খেলা হলে পাকিস্তানেই হবে, কোনও নিরপেক্ষ স্থানে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট সিরিজ খেলবে না। শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তানে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। শ্রীলঙ্কা দলও ঘোষণা করে ফেলেছে এই সিরিজের জন্য। তারই মধ্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরে হুমকি এল, ফোনে বলা হল, পাকিস্তানে খেলতে গেলে শ্রীলঙ্কার খেলোয়াড়দের খুন করা হবে। এর ফলে পাকিস্তান সফরকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের।

পিসিবি-কে আরও একবার খতিয়ে দেখার অনুরোধ করে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড পাকিস্তানে শ্রীলঙ্কার খেলোয়াড়দের নিরাপত্তার। পিসিবি-র তরফে থেকে উত্তর এল,”এতবার করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কোনও প্রযোজন নেই।” শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা পাকিস্তানে সুরক্ষিত বলেই দাবি করে পিসিবি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আবেদন করে পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ কোনও নিরপেক্ষ স্থানে করার, কিন্তু এই আবেদনে সাড়া দিতে রাজি হয়নি পিসিবি। ইতিমধ্যেই থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তান সফর থেকে অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট