ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা , হাতে আরমাত্র কয়েকটা দিন।


শুক্রবার,১৩/০৯/২০১৯
4345

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা , হাতে আরমাত্র কয়েকটা দিন। এবার পুজোয় কি ধরনের পোষাক পরবেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হাজার জল্পনা। কোন কম্বিনেশনে তাক লাগানো যাবে তা নিয়ে ভাবনার শেষ নেই ছেলেমেয়েদের ৷ এই পুজোয় পড়ুন হ্যান্ডলুম কিংবা খাদির শাড়ি। বেশ কয়েক বছর ধরেই এই হ্যান্ডলুম শাড়িতে মজেছে বাঙালি রমণীর মন।পুজোর সাজ, এতো আর চারটিখানি কথা নয়,নতুন ড্রেস তার সাথে মানানসই হতে হবে মেকওভার। অন্যদিকে ছেলেদের পুজোর সাজ মানেই এখন আর শুধু ধুতি-পাঞ্জাবি নয়। ধুতি-পাঞ্জাবি ছাড়াও ফতুয়া, টি-শার্ট, শার্টে এখন পুজোর আবহ ফুটিয়ে তোলা হচ্ছে। তবে তাই বলে ধুতি-পাঞ্জাবির আবেদনও ফুরানোর নয়।ছেলেদের পুজোর সাজ মানে নতুন কিছু টি-শার্ট আর ডেনিম। কিংবা … চারদিকের শপিং মল আর দোকানগুলো দেখলেই বোঝা যায় ছেলেদের ফ্যাশনেও এখন ঢুকে পড়েছে প্রচুর বিকল্প।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট