বাদ রাহুল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে শুভমান গিল। ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন ঘোষণা করল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের সিরিজ খেলার টিম। আর ১৫ জন টিমের মধ্যে বাদ পড়েছেন কে এল রাহুল। তাঁর পরিবর্তে ১৫ জনের দলে এসেছেন শুভমন গিল। আর এই টিমের মধ্যে থাকছে বিরাট কোহলি (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রিত বুমরা, ইশান্ত শর্মা এবং শুভমন গিল। আগামী মাসের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের সিরিজ খেলবে ভারত। রাহুল ক্যারিবিয়ান সফরে ব্যর্থ হওয়াই ভারতীয় নির্বাচকমণ্ডলীরা এই সিধান্ত নিয়েছেন। আর এই মুহূর্তে ১২০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিরাটরা ধরে রাখতে পারবে কি সেই জায়গাটা। সেটাই এখন দেখার।
বাদ রাহুল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে শুভমান গিল
বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
612