ঝাড়গ্রাম :- সুবর্নরেখা মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’। এদিন বেলা সাড়ে ১০ নাগাদ এই রক্তদান শিবির শুরু হয়। গোপীবল্লভপুরের সুবর্নরেখা মহাবিদ্যালয়ের মধ্যেই এই রক্তদান শিবির হয়। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগেই এই শিবির আয়োজিত হয়। তাছাড়া গোপীবল্লভপুর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মহাবিদ্যালয়ের এন সি সি ইউনিট, এন এস এস ইউনিট, গোপীবল্লভপুরের সুবর্নরেখা অ্যালামিনি এসোসিয়েশন ও ঝাড়গ্রাম জেলা ব্লাড ডোনার্স সোসাইটি এই শিবির আয়োজনে সহায়তা করেছে৷ মোট ৩৫ জন ছাত্রছাত্রী রক্তদান করে এই শিবিরে। এই শিবিরে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার সামন্ত সহ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
সুবর্নরেখা মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’
বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
607