পশ্চিমবঙ্গ: আসামের পরে এবার বাংলায় এনআরসিতে বাদ যাবে দু’কোটি, দিলীপের এই কথাই পালটা চ্যালেঞ্জ মমতা! অসমের মতো এনআরসি পশ্চিমবঙ্গে হবে বলে গত কাল কলকাতায় দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর আজ বিজেপি সংসদ দিলীপ ঘোষ হুমকি দিয়ে বললেন কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা হবে বাংলাই। আমরা এনআরসি করবই। তাতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশিরা এসে রাজ্য তথা দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি দরকার। আর এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি রুখতে মুখের কথায় প্রতিবাদ করার সাথে সাথে এবার পথে নেমেছেন তিনি। বৃহস্পতিবার উত্তর কলকাতায় মহামিছিল করে চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, বিজেপি বলছে, এনআরসি করে বাংলায় দুকোটি মানুষকে বাদ দেবে। ক্ষমতা থাকলে বাংলাই দুজনের গায়ে হাত দিয়ে দেখাক।
আসামের পরে এবার বাংলায় এনআরসিতে বাদ যাবে দু’কোটি ?
বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
725