রাজ্যে নতুন ট্রাফিক আইন চালু করতে নারাজ মমতা


বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
1026

রাজ্যে নতুন ট্রাফিক আইন চালু করতে নারাজ মমতা। কেন্দ্রসরকার প্রবর্তিত নয়া মোটর ভেহিকলস সংশোধিত আইন প্রায় সারা দেশে চালু হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অর্থাৎ বুধবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে এই নয়া ট্রাফিক আইন রাজ্যে কোনওমতেই চালু করবেন না তিনি। তিনি আবারও বলেন, জনবিরোধী এই ট্রাফিক আইন আমরা কোনও ভাবেই এখানে চালু করব না। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এই আইন চলতি মাসেই চালু করার জন্য সমস্ত রাজ্যে নির্দেশিকা আরোপ করেছে।

কিন্তু কেন্দ্র সরকারের এই আইন শুরু থেকেই মানতে নারাজ ছিলেন তৃণমূল কংগ্রেস।কিন্তু সরকার সেই প্রতিবাদে কর্ণপাত করেনি। আর গত অগস্টের ২৮ তারিখ বিধানসভায় রাজ্যের পরিবহণন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন যে, ওই আইন এখনই চালু করা হচ্ছে না রাজ্যে। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। রাজ্যে অনেক গরিব মানুষ আছেন। আমি তাঁদের উপর বাড়তি বোঝা চাপাতে চাই না।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট