Mi Band 3 সাফল্যের পর এবার Xiaomi আনছে Mi Band 4। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Xiaomi ইতিমধ্যে ঘোষণা করলেন Mi Band 4-এর কথা। যা চলতি মাসে 17 তারিখে ভারতীয় বাজারে লঞ্চ করতে পারে Xiaomi। আর জানা গিয়েছে যে ওই দিনই Xiaomi-র Smarter Living2020 সেমিনার রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই নয়া ব্রান্ডের কিছু স্পেসিফিকেশন জাগিয়েছে।
এই নয়া ব্রান্ডে থাকছে 0.95 ইঞ্চের AMOLED ডিসপ্লে, 2.5D গ্লাস প্রোটেকশন এবং 120X240 পিক্সেলের রেজলিউশন, মাইক্রোফোন এবং ভয়েস কম্যান্ড ফিচার্স। এছাড়াও থাকছে সাইক্লিং, সুইমিং, জগিং, এক্সারসাইজ এবং ওয়াকিং-এর মতো 6টি শরীরচর্চার ট্র্যাক রাখা অ্যাপস। ভারতীয় বাজারে এই Mi Band 4-এর দাম 1700 টাকা থেকে 2300 টাকার মধ্যে থাকতে পারে বলে অনুমান করা যাচ্ছে।