শহরের বুকে শরতের কাশফুল


বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
6385

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আকাশে মেঘের লুকোচুরি, সাথে কাশের বনে লেগেছে দোলা জানান দিচ্ছে মা আসছে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে মন্ডপে মন্ডপে শিল্পীর ব্যস্ততা। মহানগরীর আনাচে কানাচে পুজোর হোর্ডিং-ব্যানার-ফ্লেক্স। কেনাকাটায় মত্ত আমজনতা।শরত মানেই বাঙালির নিত‍্যদিনের জীবন যাত্রাকে সরিয়ে আনন্দে মেতে ওঠার সময়।শিউলি ফুলের মিষ্টি গন্ধে, কাশফুলের সাদায়,ঢাকের বোলে দুর্গাপুজোয় আবেগ সাজানো। সারাবছরের ক্লান্তি ভুলে সাধারন মানুষ মেতে উঠবে শারদ উৎসবে। ইতিমধ্যে জেলা থেকে শহর পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে।

 

আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা, সাথে পাখির কলরব। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। সবমিলিয়ে মনোমুগ্ধকর হয়ে উঠছে এ ধরনী। পুজো মানে শিল্পভাবনা, পুজো মানে একরাশ খুশি, পুজো মানে অনাবিল আনন্দে ভেসে যাওয়া। আর মাত্র কয়েকটা দিন। অপেক্ষায় আপামর বাঙালী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট