আদালতের নির্দেশে একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্ত চলছে। এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার জন্য তদন্তকারী সংস্থাকে যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। এই তদন্ত প্রক্রিয়া সব ধরনের সহযোগিতা করব। এই ষড়যন্ত্র কারা করল, কেন করল, কী উদ্দেশ্য নিয়ে করল তা স্পষ্ট হওয়া দরকার, সাধারণ মানুষের জানা দরকার। বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিয়ে সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সিবিআই সূত্রে জানা গিয়েছে এদিন কাকলি ঘোষ দস্তিদারের কণ্ঠস্বর এর নমুনা সংগ্রহ করা হয়। এর আগে নারোদা কাণ্ডে অভিযুক্ত আরো বেশ কয়েকজন এর কণ্ঠস্বর এর নমুনা সংগ্রহ করা হয়েছে।
“আদালতের নির্দেশে একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্ত চলছে”-কাকলি ঘোষ দস্তিদার
বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
605