এয়ারটেল-এর Xstream কাছে এবার Jio-এর জিও গিগাফাইবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ?


বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
856

এয়ারটেল-এর Xstream কাছে এবার Jio-এর জিও গিগাফাইবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আজ অর্থাৎ বুধবার এয়ারটেল Xstream পরিষেবা চালু করল। আর এই পরিষেবায় গ্রাহকরা মাত্র ৩,৯৯৯ টাকার বিনিময়ে ১ জিবি/এস স্পিডের আনলিমিটেড ব্রডব্যান্ড পরিষেবা পাবেন। এছাড়াও মিলবে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ল্যান্ডলাইন ফোন-কল। গ্রাহকদের জন্য বিশেষ ‘এয়ারটেল থ্যাংকস’ অফার দিচ্ছে সংস্থা, যাতে থাকছে ৩ মাসের নেটফ্লিক্স, ১ বছরের অ্যামাজন প্রাইম এবং Zee5-এর কনটেন্ট দেখার সুবিধা। যা দিল্লি, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, চণ্ডীগড়, চেন্নাইয়ের মতো দেশের সব বড় শহরে মিলবে এয়ারটেল এই Xstream পরিষেবা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট