দীর্ঘ তিন বছরের টানাপোড়েনের পর অবশেষে দেহজা পচামি কয়লা খনি হাতে এসেছে রাজ্যের


বুধবার,১১/০৯/২০১৯
798

দীর্ঘ তিন বছরের টানাপোড়েনের পর অবশেষে দেহজা পচামি কয়লা খনি হাতে এসেছে রাজ্যের। আর এবার বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির কাজ শুরু করতে তৎপর হল রাজ্য সরকার। বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী পাঁচ বছরের মধ্যে কয়লা উত্তোলন করা যাবে এবং সেখানে এক লক্ষ কর্মসংস্থান হবে।

আগামী সপ্তাহে কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই নিয়ে মৌ স্বাক্ষরিত হবে। তার আগে বুধবার নবান্নে এই কয়লা খনি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের উদ্দেশ্য দেহজা পচামি কাজ চালু করবা তৎপরতা নেওয়া। বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই কয়লাখনি চালু হয়ে গেলে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং আগামী 100 বছর রাজ্য কয়লা পাওয়া যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট