পরকীয়া


মঙ্গলবার,১০/০৯/২০১৯
4151

“পরকীয়া”

ঝর্ণা ভট্টাচার্য‌্য
সাবানের ফেনার মত
তোমাদের ভালোবাসা
দোমরানো মোছরানো বিছানায়,
ঔদ্ধত কামনায়
শরীরকে করো ক্ষয়, ক্ষিদে মেটাও ভালোবাসা নয়।
নিত্য নূতন সাথী লয়ে করো খেলা
ভরা সংসার ফেলে হও পরকীয়া।
দগ্ধ নারী ভূলিয়ে রাখে
রান্না ঘরের ঢাকনায়
বাঘিনি যদি কখনওবা
শুরু হয় তান্ডব, উচু নিঁচু সব তলাতেই, ঝগড়ার যানজট।
যদি রাখো বাহিরে পা, জুটবে খারাপের আক্ষা,
মুক্তকে আগলে রাখে, ঝিনুকের দরজা।
ও মেয়ে তুই বহু জন্মঘুরে,
নিজুতের ঘরে আসিস
পেলেও পেতে পারিস, একটি মানুষ বুকের মাঝে রাখিস ধরে,
একশ তলা ভিতের মত,
পাকাপোক্ত করে।।

ঝর্ণা ভট্টাচার্য‌্য

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট