৩৩ বছর পর এসটি সার্টিফিকেট হাতে পেলেন বৈগা সম্প্রদায়, খুশির হাওয়া দুই জেলা জুড়ে


মঙ্গলবার,১০/০৯/২০১৯
749

ঝাড়গ্রাম : ৩৩ বছর পর এসটি সার্টিফিকেট হাতে পেলেন বৈগা সম্প্রদায়। আর তাতেই দুই জেলা জুড়ে খুশির হাওয়া বৈগা সম্প্রদায়ের মানুষজনের মধ্যে।‘সারা বাংলা বৈগা সমাজ স্বাধিকার রক্ষা ও উন্নয়ন সমিতির’ রাজ্য সম্পাদক মানিকচন্দ্র খিলাড়ি বলেন,‘১৯৮৪ সাল থেকে ঝা়ডগ্রাম মহকুমার বৈগা সম্প্রদায় এসটি সার্টিফিকেট হাতে পায়নি। একই জেলায় বাস করেও খড়গপুর মহকুমার বৈগা সম্প্রদায়রা ১৯৯৯ সাল পর্যন্ত সার্টিফিকেট পেয়েছিলেন। আমরা এসটি তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কেন বন্ধ করে রাখা হয়েছিল এসটি সার্টিফিকেট ইস্যু করা তা আজ পর্যন্ত কোন আধিকারিক সদুত্তর দিতে পারেননি। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর গ্রামের বৈগা সম্প্রদায়ের দেবাশিষ রাউৎ গত ৬ সেপ্টেম্বর হাতে এসটি সার্টিফিকেট পেয়েছেন। মমতা দিদির সরকারের কাছে আমরা কৃতজ্ঞ উনি আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন। স্কুলের স্কলারশিপ থেকে শুরু করে বাড়ি বৃদ্ধারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পেত না। সেই সব সুবিধা এবার পাবেন বৈগা সম্প্রদায়।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট