চাষির অভাব – এন.কে.মণ্ডল


মঙ্গলবার,১০/০৯/২০১৯
1129

চাষির অভাব

এন.কে.মণ্ডল

সকাল হলেই চাষিরা ছোটে
মাঠের দিকে
খেয়ে না খেয়ে কাজ করে
বাড়ি ফিরে বিকেলের শেষে।

মাথার ঘাম পায়ে ফেলে
করছে চাষি চাষ
ব্যাবসায়ীরা করছে ব্যাবসা
চাষিকে দিয়ে বাশ।

তবু্ও চাষি পায় না
নায্য ফসলের দাম
সার,বীজ,কীটনাশকের
মূল্য বেড়ে হয়েছে অগ্নি সমান।

পাই না চাষি সাহায্য কারো
অতি কষ্টে চালায় সংসার
চিন্তায় চিন্তায় কাতরে মরে
তবুও যায় না চাষির অভাব।

এন.কে.মণ্ডল

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট