চূর্নী বক্ষে ৩ মাইল সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হল। লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েষ্ট ও লিও ক্লাব অফ রানাঘাটের পরিচালনায় চূর্নী বক্ষে ৩ মাইল সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হল রবিবার। কালীনারায়নপুর ঘাট থেকে এই প্রতিযোগীতা শুরু হয়ে রানাঘাট ছোটবাজারে এসে শেষ হয়। ৯ জন মহিলা সহ ৫১ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেয়। ছেলেদের মধ্যে ১ম, ২য় ও ৩ য় স্থান অধিকার করে হুগলির ছেলেরা।১ ম হয় শেখ সাজিদ, ২ য় শুভম ঘোষ, ৩ য় বিশাল ঘোষ। মেয়েদের মধ্যে ১ম হয় শিমলাগড়ের পৃথা দেবনাথ, ২য় হয় চাকদহের স্বয়েতা দাস এবং ৩য় হয় রানাঘাটের নন্দিতা বিশ্বাস। লায়ন্স ক্লাব রানাঘাট ওয়েষ্টের সভাপতি দেবদত্ত রায় জানান, ১৩ বছরের বালক রানাঘাট নতুনগ্রামের অনিরুদ্ধ রায় এবং ১২ বছরের বালিকা তাহেরপুরের শুভমিতা বিস্বাসকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বরস্ক হিসাবে রানাঘাট হালালপুরের প্রতিযোগী ৫৪ বছরের অমল দাসকেও পুরস্কৃত করা হয়।
চূর্ণী বক্ষে সাঁতার প্রতিযোগিতা
মঙ্গলবার,১০/০৯/২০১৯
793