হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য


মঙ্গলবার,১০/০৯/২০১৯
655

একটু সুস্থ হতেই হাসপাতাল থেকে বাড়িতে ফেরার জন্য এক প্রকার জেদাজেদি শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু চিকিৎসকরা তার অনুমতি না দেওয়ায় হাসপাতালের বেডেই এই কদিন রাত কাটাতে হয়েছে তাঁকে। গত শুক্রবার রাতে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। অ্যাম্বুলেন্সে করে তিনি আলিপুরের এই হাসপাতাল থেকে পাম অ্যাএভিনিউয়ের বাড়িতে পৌঁছান। বাইপ্যাপ, ভেন্টিলেশনের প্রয়োজন রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।অক্সিজেন, নেবুলাইজেশন দিতে হবে।

উল্লেখ্য, এদিন সকালে মেডিকেল বুলেটিন দেওয়ার সময় হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট সপ্তর্ষি বসু জানিয়েছিলেন এখনই তার ছুটি দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ হয়নি। তবে সিপিএম নেতা তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সংবাদমাধ্যমকে জানান আজই ছুটি দেওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা বুদ্ধদেব ভট্টাচার্যকে ছুটি দেয়ার বিষয়ে সম্মত হন। তারপরই অ্যাম্বুলেন্সে করে তাকে পাম এভিনিউয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট