পশ্চিম মেদিনীপুর:- বিজেপিতে অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে শোভন বৈশাখী দেবশ্রী – এই ত্রিভুজ সমস্যার মাঝখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ বা সমালোচনা জয় ব্যানার্জির নিতান্তই ব্যক্তিগত মতামত বা বক্তব্য বলে জানালেন দিলীপ ঘোষl বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ আজ খড়্গপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিমপুরায় চায়েপে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, দলে কারো কারো ব্যক্তিগত মতামত থাকতেই পারে। দলে যে যার মত প্রকাশের অধিকার রয়েছে l সবাই একসঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে
শোভন দেবশ্রী বৈশাখী – ত্রিভুজ সমস্যার জট কাটবে আলোচনায় : দিলীপ ঘোষ
মঙ্গলবার,১০/০৯/২০১৯
644