অ্যান্ড্রয়েড, iOS ও ওয়েব ইউজারদের জন্য থাকছে হোয়াটসঅ্যাপ-এর অনেক নতুন ফিচার্স


রবিবার,০৮/০৯/২০১৯
1400

এবার থেকে অ্যান্ড্রয়েড, iOS ও ওয়েব ইউজারদের জন্য থাকছে হোয়াটসঅ্যাপ-এর অনেক নতুন ফিচার্স। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে নতুন ফিচার্স গুলি বেটা অ্যাপ ভার্সানে অ্যান্ড্রয়েড ও iOS উভয় প্ল্যাটফর্মের জন্যই ব্যবহার হবে। আর এই ফিচার্স গুলি হল। আইফোন ইউজারদের জন্য থাকছে অডিয়ো প্লেব্যাক। যার মাধ্যমে ইউজাররা হোয়াটসঅ্যাপে শেয়ার করা অডিও নোটিফিসেখন পপ-আপ থেকে সরাসরি শুনতে পারবেন। অর্থাৎ অ্যাপ না খুলেই এবার থেকে ভয়েস মেসেজ বা অডিয়ো ফাইল চালানো যাবে।

তাঁর মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের জন্য থাকছে, গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভিডিয়ো এবং অডিয়ো কল। তবে ইউজারদের এই সুবিধা পেতে গেলে নিজের মোবাইলে হোয়াটসঅ্যাপ ও গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ আপডেট করে নিতে হবে। এছাড়া হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্সে থাকছে ওয়েব ইউজারদের জন্য অ্যালবাম ভিডিও ফর্ম্যাট। যার মাধ্যমে হোয়াটসঅ্যাপে একাধিক ছবি বা ভিডিয়ো কাউকে শেয়ার করতে গেলে সেগুলি জুড়ে একটি অ্যালবাম ফর্ম্যাট তৈরি করা যাবে। আর থাকছে মাল্টি-প্ল্যাটফর্ম সাপোর্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট