ভারতী ঘোষের উদ্যোগে কেশপুরের বেশ কিছু দুস্থ মানুষকে চক্ষুছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হলো হাওড়ার বামুনগাছি মেডিক্যাল সেন্টারে


শনিবার,০৭/০৯/২০১৯
587

পশ্চিম মেদিনীপুর:- ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির পদপ্রার্থী ও রাজ্য নেত্রী ভারতী ঘোষের উদ্যোগে কেশপুরের বেশ কিছু দুস্থ মানুষকে চক্ষুছানি অপারেশনের জন্য শনিবার নিয়ে যাওয়া হলো হাওড়ার বামুনগাছি মেডিক্যাল সেন্টারে | এদিন ১০ জনকে নিয়ে যাওয়া হয় | মহরমের জন্য বাকিদের পরে নিয়ে যাওয়া হবে | মোট ৫০ জনের চক্ষু ছানি অপারেশন করা হবে বিনামূল্যে | ভারতী ঘোষ জানান , বিজেপি যে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য কতটা মানবিক এটাই প্রমান | আগামী দিনে আরও সমাজসেবামূলক কাজ করা হবে | গত ৭ ই আগস্ট কেশপুর ব্লকের চড়কা গ্ৰামে বিজেপি পার্টি র উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সেই সময় যাদের অপারেশন করার কথা ছিল তাদেরকে আজ বিনামূল্যে অপারেশন করানো হয় হাওড়ার এক এক বেসরকারী হাসপাতালে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট