মেয়ের অসুস্থতার জন্য হাসপাতালের আউটডোর ডিউটি থেকে ছুটি নিয়ে চেম্বার করছেন চিকিৎসক


শনিবার,০৭/০৯/২০১৯
552

ঝাড়গ্রাম :মেয়ের অসুস্থতার জন্য হাসপাতালের আউটডোর ডিউটি থেকে ছুটি নিয়ে চেম্বার করছেন চিকিৎসক, অভিযোগ জানালেন রোগীর পরিজনেরা।ঝাড়গ্রাম জেলা হাসপাতালের আউটডোরে নাক-কান-গলার চিকিৎসক টি.কে.ভৌমিককে দেখাতে এসেছিলেন এক রোগী। কিন্তু হাসপাতালে ওই দিন রোগী দেখার দিন থাকলেও তিনি আসেননি। খোঁজ নিয়ে জানতে পারেন চিকিৎসক ছুটি নিয়েছেন। বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন রোগীর পরিজন অরিজিৎ ধর। অরিজিৎ ধর বলেন,’হাসপাতালে আউটডোরে দেখাতে চিকিৎসককে দেখতে পায়নি। কিন্তু ওই সময় তিনি নিজের চেম্বারে বসে রোগী দেখছেন। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানাতে গিয়ে জানতে পারি তিনি ছুটি নিয়েছেন। সুপার বললেন চিকিৎসক ফোনে জানিয়েছেন তাঁর মেয়ে অসুস্থ তাই ছুটির দরকার, কলকাতা যাবেন। তাই ছুটি মঞ্জুর করা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থতার জন্য আউটডোর ডিউটি থেকে ছুটি নিয়ে চেম্বার করছেন? কলকাতাও যাননি।’ চিকিৎসকের এহেন দ্বিচারিতা কথা শুনে হাসপাতাল সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগীর পরিজনকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট