22 শে জুলাই উৎক্ষেপণের পর থেকে শুক্রবার রাত অবধি চন্দ্রযান 2 যতগুলো কাজ করেছে তা নিখুঁতভাবে করেছে। পৃথিবীর চারিদিকে পাঁচবার কক্ষপথ পরিবর্তন কিংবা চাঁদের কাছাকাছি পৌঁছিয়ে পাঁচবার কক্ষপথ পরিবর্তন- প্রতিটি কাজই হয়েছে নিপুনভাবে। এই নিপুণতার পিছনে ছিল ইসরোর বিজ্ঞানীদের নিরলস প্রয়াস। চন্দ্রযান 2 এর সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর শনিবার এমনটাই জানালেন বিড়লা মিউজিয়াম এর ডিরেক্টর দেবিপ্রসাদ দুয়ারি। তিনি বলেন, এমন ঘটনা ঘটায় যেমন উদ্বেগের তেমনি খুবই দুঃখের। তবে মহাকাশ অভিযানে চন্দ্রযান 2 ব্যর্থ হয়েছে এমনটা কোন ভাবেই বলা যায় না। আবার এমন সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসা যায় না যে চন্দ্রযান 2 এর সঙ্গে যোগাযোগ ফিরে আসবে না।
দেবিপ্রসাদ দুয়ারি এমনটাও বলেছেন, ইসরোর সঙ্গে চন্দ্রযান 2 এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও হয়ত বিক্রম চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরন করতে পেরেছে। কেন শেষ লগ্নে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তা গবেষণা করে দেখবেন ইসরোর বিজ্ঞানীরা। আগামী দিনে মহাকাশ অভিযানে এই গবেষণা আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করবে।