“দিদিকে বলো” কর্মসূচির সুফল এবার হাতেনাতে পেলেন একই পরিবারের দুজন


শনিবার,০৭/০৯/২০১৯
1924

হাওড়া, পাঁচলা: “দিদিকে বলো” কর্মসূচির সুফল এবার হাতেনাতে পেলেন একই পরিবারের দুজন ।ঘটনাস্থল হাওড়ার পাঁচলা থানার জুজারশা মানিকপীরতলা। সেখানে একই পরিবারের দুজন দিদিকে বল কর্মসূচির ফোন নম্বরে ফোন করে আজ সুস্থ।বিপদমুক্ত তাঁদের শরীর। সেখানকার যুব নেতা রমজান মোল্লা সাংবাদিক সম্মেলন এই কথা জানান।তিনি বলেন, যুব সভাপতি অভিষেক ব্যানার্জির কথাতেই তিনি এই সুফল বলার জন্য সাংবাদিক সম্মেলন করেন।এমনকি তিনি এদিন সুফল পাওয়া প্রভাত জেটির বাড়ি গিয়ে তাঁদের আশ্বস্ত করেন ও ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার অঙ্গিকার করেন।জানা গিয়েছে প্রভাত জেটি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন।আর তাঁর ভাইপো একটি হাত বেঁকে গেছিলো।

“দিদিকে বলো” কর্মসূচিতে ফোন করলে সরকারের উদ্যোগে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ফোন আসার চব্বিশ ঘন্টার মধ্যে নবান্ন থেকে ব্যবস্থা নেওয়া হয়।হাসপাতালে তাঁদের অপারেশন হয়।আজ তাঁরা সুস্থ, বিপদমুক্ত।রমজান মোল্লার কথায় একদিকে বিরোধীরা যখন দিদিকে বলো কর্মসূচি নিয়ে নানা বিরোধিতা করছে ঠিক তখনই এই কর্মসূচির মাধ্যমে পাঁচলার মানিকপীরতলায় একটি পরিবারে ফিরে এল জীবনের উন্মুক্ত বাতাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট